1

কবিতা - রীনা তালুকদার

Posted in





একদিন বসন্ত বেলায়
কুচকুচে কালো কোকিলের ডাক শুনে
ছুটে যেতাম ঘর থেকে বাগানে বাগানে
খুঁজে খুঁজে বেহাল মন
নারঙ্গী বনের সবুজ লতা যেনো
তখন বসন্ত ছিলো অন্যরকম দোলে
হৃদয়ের উচ্ছৃঙ্খল আগুন দোলা
পাগলা কোকিলের কুহু ডাকে
বেভুলা সব ঘরদোর মন বন-বাদাড়
এখন বসন্ত আসে মোবাইলে
ম্যাসেজে ম্যাসেজে বাসন্তী ছবি
ফুল পাখি নদীর ছবি কথা বলে
বসন্ত চারুকলায় হাট বসায়
মানুষ আর ফাগুনের বন্ধুদের
রাস্তায় রাস্তায় যুগলের বাসন্তী
পোশাক, ফুলের ব্যান্ড মাথায়
লাল লিপস্টিকে বসন্ত হাসে নিলাজ
মনে পড়ে ভীষণ, মন বলে ওঠে
এই বসন্ত সেই বসন্ত না।

1 comment:

  1. ফেসবুকে শেয়ার করা যাচ্ছে না

    ReplyDelete