0
undefined undefined undefined

সম্পাদকীয়

Posted in



শরৎ এসেছে। কাশফুলও। সোশ্যাল মিডিয়াতে তার ছবিও দেখা যাচ্ছে। কিন্তু এর সঙ্গে প্রতিবছর এইসময় বঙ্গবাসীর হৃদয়কে যা উদ্বেল করে, সেই আগমনীর সুর কি বেজেছে? এসেছে পুজোর গন্ধ? অতিমারীর তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনও কেটে যায়নি। এ অবস্থায় বার্ষিক এই মহোৎসবের আয়োজন অনেকটাই সাবধানী আর তা সঙ্গত কারণেই। তবু তো আসন্ন শারদোৎসব। এই চারটে দিনের অপেক্ষায় কাটে প্রায় বারোটা মাস! অঞ্জলী ভরে দেবীর পায়ে অর্ঘ্য দেবার সময় আগামী এক বছর ভালো থাকার বর চেয়ে নেবো আমরা আবারও। কিন্তু গত দুবছরে বদলে যাওয়া সামাজিক রীতিনীতির মধ্যে ভালো থাকা এবং ভালো রাখা সমার্থক হয়ে উঠেছে। দরকার হয়ে পড়েছে আরও বেঁধে বেঁধে থাকার। একে অপরের হাত ধরে রাখার।

শারদ শুভেচ্ছা সকলকে।

ভালো থাকুন।

0 comments: