1
undefined undefined undefined

কবিতা - শ্যামলকান্তি দাশ

Posted in

রাজমহিষী আমাকে পাশাখেলা শিখিয়েছেন
সংকল্প শিখিয়েছেন
বলেছেন বেগবান হও, উদ্যত হও,
বিদ্যুতের চেয়ে ক্ষুরধার হয়ে ওঠো,
তিনি আমাকে যত্ন করে অশ্ব চিনিয়েছেন
পারাবত চিনিয়েছেন
রণবাদ্য আর অস্ত্রশস্ত্রে ভরিয়ে দিয়েছেন

অন্ধকার অন্তঃপুরে একটি একটি করে
প্রদীপ জ্বলে, আর আমি নির্ভয়ে বলি :

সংগ্রাম যেন বিফলে না যায়
সংগ্রাম যেন বিফলে না যায়!

1 comment: