0

কবিতা - মানস ঘোষ

Posted in


একটা খবর দিও |
কাঠ-কুটো জোগাড় করে রেখেছি
মাটিও সরিয়ে ফেলেছি অনেকটা |
এপিটাফ লেখা হয়ে গেছে, -
উন্মত্ততার, অকর্তব্যের, অপভাষার
আলাদা আলাদা |
প্রত্যেকের ভাগে সমান সমান,
মুখাগ্নির দায় ও অধিকার
শোক ও পরিতাপ |
কালসাপ....
আসছে জমাট অন্ধকারের পথ বেয়ে |
শুধু উন্মাদনা শেষ হলে,
একটা খবর দিও...
সব শব গুনেগেঁথে নেবো |

0 comments: