0

কবিতা - সৌমিত্র চক্রবর্তী

Posted in

ভীষণভাবে ফেরা দরকারি
এ বয়সে, এখন
সে মোড়ে
যেখানে একদা
বন্ধুরা ছেড়েছিল হাত।
তারপর গিয়েছিল যার যার
সহস্র পথ ধরে।

আসলে
এক বয়সের পর,
এক বয়সে
চাওয়ারা আলাদা হলে
ছিটকে পড়ে মানুষ
ছড়িয়ে যায় আবেগ।
তখন আমি বাঁচতে থাকি
নস্কর পাড়া লেনে,
আধ শতাব্দী বুড়ো বাড়ি জুড়ে,
শীর্ষ শ্যাম্পেন গ্লাস হাতে
আলো করে লন্ডনের রাত
কাজল তীব্র শীত, অসহ্য গরম
উপেক্ষা করে স্থির চেয়ে থাকে
বন্ধ মেশিনের দিকে।

কিছুদিন আগে
দোলন চলে গিয়েছিল
সামনের ফুটপাথ ধরে,
আমি দেখেছিলাম
চিনেছিলাম ও দোলন, দোলনই
তবু ডাকিনি
মোড় আলাদা হলে শব্দ হাঁটেনা
এই অনুভবে।

অথচ, এখন এই সন্ধ্যায়,
যখন
সকাল আর না আসবার কথা
রাতের হাতে চিরস্থায়ী দাবি সনদ
যখন পাখি, নদী, চাওয়া পাওয়া
পেরিয়ে সময়ের গান
সমুদ্রের ঝিনুকে,
ভীষণভাবে সে মোড়ে
ফেরা দরকারি
যেখানে একদা
বন্ধুদের ছেড়েছি হাত।

0 comments: