0
undefined undefined undefined

সম্পাদকীয়

Posted in


সম্পাদকীয়


সেই কবে বনওয়ারী বলে গেছে, 'বছর পার হয়েছে, তাতে দণ্ডকাল ফুরায় নাই...'

ঠিকই তো! মানুষের তৈরি নিয়মে বছরের শেষ মাস। তাতে কালের কি বা এসে যায়! কাল চলেছে কালের নিয়মে। কান পাতলেই শোনা যায় তার যাত্রা ধ্বনি। 

বহুকাল পরে এই ডিসেম্বরের মাঝামাঝি কলকাতার তাপমাত্রা নেমেছে ১৫ডিগ্রীর নিচে, তাও একটানা নয়, কখনও সখনও। তাতেই নাকি বাঙালি 'যুবুথুবু'। 

তা ভালো। উপভোগ করুন জয়নগরের মোয়া, নাগপুরের টক কমলালেবু, নলেনগুড়ের সন্দেশ। শাল কিনুন কাশ্মীরি শালওয়ালার কাছ থেকে। একটা উপলক্ষ্য তবু পাওয়া গেছে। 

দেখা হবে আবার নতুন বছরে।

সুস্থ থাকুন, সৃষ্টিতে থাকুন, আনন্দে থাকুন

শুভেচ্ছা নিরন্তর




0 comments: