বইপোকার বইঘর - অনিন্দিতা মণ্ডল
Posted in বইপোকার বইঘর
বইপোকার বইঘর
অনিন্দিতা মণ্ডল
এ সংখ্যার বই বেছেছি 'ইলিউশন'। বইটি লিখেছিলেন রিচার্ড বাখ।
এঁর লেখা জোনাথান লিভিংস্টোন সীগাল বইটি অত্যন্ত সমাদৃত। সত্যি বলতে ওই বই লেখার পর লেখক অত্যন্ত শান্ত ও সন্তুষ্ট চিত্তে দিন কাটাচ্ছিলেন। তাঁর যেন আর কিছু বলার নেই। সব বলা হয়ে গিয়েছে। আপনমনে অ্যামেরিকার প্রান্তরে তাঁর প্রাচীন বাইপ্লেনটিতে যাত্রী নিয়ে ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ মনে হলো, যদি আরেকবার যীশু কিংবা বুদ্ধ জন্মাতেন! এই এখন! আমাদের সময়? তবে কেমন হতো আমাদের জীবন? আমরা কি একটুও অন্যরকম হয়ে যেতাম না? তাঁরাও সাধারণ হয়েও কিভাবে অসাধারণ হতেন? এই ভাবনার পরে পরে তিনি একদিন দেখলেন তাঁর বাই প্লেনের পাশাপাশি আরেকজন বাই প্লেন চালিয়ে যাত্রী বিনোদন করেন। তিনি যেন ঠিক আমাদের মতো নন। ক্রমে রিচার্ড তাঁর অনুভূতিগুলো লিখতে শুরু করেন। বইয়ের প্রথম কিছু পাতা রিচার্ডের হাতের লেখা ছাপা। তারপর তিনি আস্তে আস্তে আরো ঘনিষ্ঠ ভাবে তাঁর সহকর্মীর সঙ্গে পরিচিত হলেন। দেখলেন, কি অনায়াস কি সাবলীল তাঁর জীবনে চলার ধরণ! জীবনকে একেবারে অন্যভাবে দেখা ও সেই অনুযায়ী চলাই হয়ত মানুষটিকে অসাধারণ করে তুলেছে।
টুকরো টুকরো ঘটনা ও কথা দিয়ে রিচার্ড গড়ে তুলেছেন এক অপার্থিব মায়া। ইলিউশন। ঐশী মায়া। এ মাযাকে ছুঁতে একবার বইটি পড়া দরকার। জীবনে যদি একটিমাত্র বইও কেউ পড়তে চান তবে সেটি যেন এই বইটিই হয়। কারণ এটি এডভেঞ্চার অব আ রিলাকটেন্ট মেশায়াহ । যে অবতার জীবন সম্বন্ধে নিস্পৃহ।
বইটি পাওয়া সোজা। কারণ বইটি বেশ বিখ্যাত। প্রকাশনা Dell Books। America।
0 comments: