undefined
undefined
undefined
কবিতা - তুষার আচার্য্য
Posted in কবিতাকবিতা
অদৃশ্য হাওয়া
তুষার আচার্য্য
দিনের পুরো সময়টা নিয়েই দুর্বার চলাচল,
এগিয়ে যাওয়ার বা সময় নষ্ট না করার তাগিদ।
সকালে ঘুম থেকে উঠেই আধ মেলা চোখে
সোশ্যাল নেটওয়ার্ক ও স্ট্যাটাস চেক।
তারপর প্রিয়গান শুনে শুনে প্রাতঃ কাজ সম্পন্ন।
বিন্দু বিন্দু জলে ভেজা মুখে অথবা
সদ্য ঘুম ভাঙা উজ্জ্বল মুখের সেলফিতেও
নানা এফেক্টস।
প্রিয় মানুষ বা বন্ধুকে শুভ সকালের হ্যাপি উইশ।
সোশ্যাল নেটওয়ার্ক এর নানা ফানি, ওয়াও, সুইট ভিডিও দেখে
পরম তৃপ্তি লাভ,
মনের, চোখের হৃদয়ের সাথে ডিজিটাল উচ্ছ্বাস।
চোখ থাকে আঙুলের ডগায়, মস্তিষ্কে থাকে, না জানি কিসের অস্থিরতা, কিসের অনুসন্ধান, কে কোথায় গেলো, কে কি খেলো, কে কি ড্রেস পরলো? এসব দেখার নাকি প্রিয় মানুষটাকে খুব কাছে পাওয়ার জন্য তৎপরতা? নাকি গোয়েন্দাগিরির সহজ পন্থা অনলাইন? নাকি বার্তালাপ, নাকি গোপনীয় আস্থা?
এইভাবেই কেটে যায় সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, মধ্যরাত, ভোর।
একাকী মানুষ, একাকী চলে, একাকী নেশায় মত্ত।
নিজের সাথেই নিজের বিবেকের দৈনন্দিন মৃত্যু স্বত্ব।
0 comments: