0

কবিতা - অরুণাংশু ভট্টাচার্য

Posted in


কবিতা


বেলুন

অরুণাংশু ভট্টাচার্য



অনন্ত তৈজসের মধ্যে ঘুমিয়ে পড়েছে কালপেঁচা
আদিগন্ত ঢেকে আছে বজ্রগর্ভরেখার নিনাদ
শিবিরে কি কলরব?
কার বদান্যতা পেয়ে আদিম আয়ুধসম্ভার
চঞ্চল গুল্মের কাছে বারবার ঘুরে ফিরে আসে


নদীর সান্নিধ্য ছিলো, তথাপি মেরেছে তাকে প্রবল ঈশ্বর
যাত্রাপথে যত ছিদ্র সেখানেও জল
হরিদ্রাবনের মতো গন্ধময় রাত
অস্থির রচনা থেকে জবুথবু শীতের মিনার
ক্ষমাহীন দ্বিপ্রহর, নিরাকার অরণ্যমধ্যে একাকী বেলুন


এত অকপট শূন্য, এতখানি প্রলম্বিত নিশ্চিত ফোয়ারা
জোনাকির নীল মাঠ যতদূর চলে যায় ভাঙা সৌধের কাছাকাছি
তারপর যুদ্ধক্ষেত্র
ক্ষয়ে যাওয়া চিকের আড়াল, কবেকার
কালঘুম, যদিও তা সম্মোহ শব্দের শেষে শূন্যে ধাবিত কোনও চাঁদ

0 comments: