undefined
undefined
undefined
কবিতা - কাজরী বসু
Posted in কবিতাভাসিয়েছ অচিন্ত্য সুখে প্রথমেই খর নদীস্রোতে
অথচ রেখেছ পাখিচোখ রক্তিম শুভ চিহ্নতে!
ভাসো আর ডুবেই বা গেলে,রঙ যেন থাকে পরিপাটি
ইচ্ছে আকাশচারী হোক,নখ যেন ছুঁয়ে থাকে মাটি...
সবটুকু দিতেই তো পারি,সবটাই,চেয়েছিলে যা যা
বিনিময়ে চাইতেই পারি রক্তমাংস তরতাজা!
সব রঙ ধুয়ে ফেলা যাবে,রক্তচিহ্নটুকু বাদে
সব স্বাদ আস্বাদ শেষে যথেচ্ছ থাকো না বিষাদে!
এটাই যে ভাবার্থটুকু,এটাই যে সুখের খাজানা।
রক্তের চিহ্ন ধারণে বাটিভরে দিলে পানিদানা
তাই বলো অশ্রু বা জল,তাই বলো অমৃত বা বিষ
আমারই যা দেয় ধনটুকু,অবিকল একই রেখে দিস।
বলে যাও,আজীবন বলো,একদিন কমে যায় জোর
নিয়মের বাঁধাগতে শুধু নিয়মিত ঘুরে যায় মোড়।
পাশাপাশি থেকেও কখনো শেষাবধি অপারগ ছুঁতে
বেঁচে থাকা টিকে থাকা যবে সামান্য চিহ্নটুকুতে।
0 comments: