0
undefined undefined undefined

কবিতা - ইন্দ্রাণী সরকার

Posted in

















মরসুমি ফুলের বাগান দিয়ে
মেয়েটির যাওয়া আসা।
দূরে সাতকাহনের পাড়া,
চত্ত্বর ভরা ঝুমকোলতার টিপ্,
বালুকাবেলায় পড়ন্ত আলো।
রাস্তার দু'ধারে মোরগফুলের ঝাঁক
আলো নিভু নিভু হয়ে আসে,
মেয়েটির ত্র্যস্ত পায়ে নূপুরের নিক্কণ।
ভেসে আসে শঙ্খের আওয়াজ
সে বাড়ির পথে ক্রমশ মিলিয়ে যায়।

0 comments: