0
undefined undefined undefined

কবিতা - শৌভিক পাল

Posted in








স্পষ্টতার দিকে


নির্বাচিত ঘরে হরিণের চেয়ে দ্রুতগামী হাওয়া

মৌল গলির থেকে ক্রমে
স্পষ্ট দিগন্তের দিকে যায়।

আত্মলীন পলির পাথরে
আজন্ম নিপুণ কোনো প্রতিমার সন্ধান...
একে একে স্রোতগুলো ভাঙে
সে কোন বিথারে?

নারীর মতো স্নেহ-কুজ্ঝটিকা
আর একটা সামাজিক দুঃখের ছায়া--
নির্বাপিত হবার নয়
এমন এক বন্ধুশিখা,
হরিণের চেয়ে দ্রুতগামী হাওয়ায়।




একগুচ্ছ গোলাপের জন্য


সারা ঘর খুঁজেও পেলাম না সঠিক স্থান
একগুচ্ছ গোলাপের জন্য।

প্রেক্ষিতে বেজে ওঠে
বড়ো পরিচিত স্বর--
নিরাবয়ব ধূসর সৈকতে
সমুদ্রের করুণ ডাক।

নিস্পন্দ গোলাপের পাপড়ি,
আর তার রঙের উজ্জ্বলতা
ঘরময় গমগম শব্দকে
আবৃত করে সীমাহীন এককে!

এমন সময় ঘরে আসো,
নগ্ন শরীরের প্রতি বিভঙ্গে
বেজে ওঠে অমোঘ সংসার!

একগুচ্ছ অনিদ্র গোলাপ
রং ঝরায়
পাপড়ি খসে পড়ে

আর সেই সামুদ্রিক ডাক
নিঃশেষিত প্রেক্ষিত থেকে
ঢুকে পড়ে গোলাপের সত্তায়।




শান্তি


ভেবেছিলাম--ওই বুঝি শান্তি!

চৌকাঠ পেরোলেই নিকটবর্তী ঘরে
শিশিরার্দ্র ঘাসে নিরভিমান ভোর,
তূণীর শূন্য রেখে
পাখির পালকে ঢাকা কথোপকথন।

একটিমাত্র ঘরের ব্যবধান,
তারপর গৃহস্থের মুখে সবুজ স্বচ্ছতা
আরণ্যক রোদন নদীর ঘনিষ্ঠ জলে চুপ--
আহা শান্তি!

নিকটবর্তী ঘরের চৌকাঠ
সে-ও যেন এক অন্তহীন পথ...

নাকি নিশ্চয়তা?
পড়ন্ত দেয়াল জুড়ে ভাঙা আলোর বিপন্নতা
ঘরময় ছোটাছুটি ক'রে
চৌকাঠ পেরোতে চায়।

শৈশব জলের অসহায় স্পর্ধাস্নাত ভাঙা আলো--
আহা! শান্তি--তোমারই ভিতর।

0 comments: