0

কবিতা - প্রাপ্তি সেনগুপ্ত

Posted in

কবিতা


যাজ্ঞসেনী, তোমায় 
প্রাপ্তি সেনগুপ্ত 


আগুনের লেলিহান শিখা যাকে পুড়িয়ে খাঁটি সোনা করেছে, তার অগ্নিপরীক্ষা নিতে পারেনি সমাজ...
যাজ্ঞসেনী, তুমি তাই সীতা নও,সমস্ত অপমান সয়ে একবুক অভিমান নিয়ে পাতাল কোলে আশ্রয় নিতে বাধ্য করতে পারেনি এই মহান ভারত তোমাকে!!
যাজ্ঞসেনী, তুমি রাধাও নও, যদিও মধ্যমপাণ্ডবের প্রতি তোমার নিখাদ প্রেমে খামতি ছিলোনা একমুখিতার...
পন্ঞ্চপাণ্ডবের অঙ্কশায়িনী তোমায়, ইতিহাস প্রশ্ন করেছে অাবডালে, তবু তোমার তেজের সামনে নতজানু হয়ে নায়িকার জায়গা ছেড়েছে নিমরাজি হয়েও!
গোটা মহাভারতখানা লিখতে তোমার একটা প্রতিজ্ঞাই যথেষ্ট ছিলো...
তুমি হাতে ধরে চিনিয়ে দিয়েছো সমস্ত মহত্ত্বের মেকি মুখোশ।।
নও কন্যা-নও জায়া-নও মাতা..

যাজ্ঞসেনী, তোমার পরিচয় নিজ অস্তিত্বে,
তোমার পরিচয় শুধুই তোমার নারীত্বের অঙ্গীকারে!

0 comments: