undefined
undefined
undefined
কবিতা - অনুষ্টুপ শেঠ
Posted in কবিতাকবিতা
আদর
অনুষ্টুপ শেঠ
ঠোঁটের মাঝে ঠোঁট নামিও,
বুকের মাঝে বুক,
এইটুকুনিই আদর আমার।
এইটুকুনি সুখ।
সুখপাখিটা রইল কোথায়!
নষ্ট বাসার খড়
পথের ওপর ঝরিয়ে দিয়ে
কখন গেছে ঝড় -
ঝড় চিনেছে তোমার হাতের
মূর্ত পদাবলী,
প্রাণের মাঝে কাব্যভাষা,
শরীরে অঞ্জলি।
ঠোঁটের মাঝে ঠোঁট নামিও,
বুকের মাঝে বুক;
অসম্ভবের অগ্নিশিখা
অবধ্য জ্বলুক।
0 comments: