undefined
undefined
undefined
কবিতা - বন্দনা মিত্র
Posted in কবিতাকবিতা
প্রশ্ন
বন্দনা মিত্র
কত যে রক্তপাত গোপন রেখে সুখের শব্দ বুনে যাই।
শীতের রঙিন সোয়েটারে,
তোমার কাছে বন্ধক আছে আমার একান্ত যন্ত্রণাগুলো ।
তার নিয়মিত সুদে চলে দৈনন্দিন খরচাপাতি, ঘর গেরস্থালী।
এমনই বিপন্ন সময়ে কালে
যখন কবিতা ছুঁয়ে শুদ্ধ হওয়ার মন্ত্র বেবাক ভুলে যাও
নিজেকে বড় অপরাধী মনে হয়।
রক্তে ভেজানো ছুঁচ সুতো দিয়ে
টেবিলক্লথে শৌখিন ফুল তুলে কি লাভ?
যদি না নিষিদ্ধ লাইনগুলো জানলায় আছড়ে পড়ে
রোদ ডেকে আনতে না পারে।
আমি আজ কুয়াশার ভোরে তপস্যায় একাগ্র আছি
সাহসী রোদের খোঁজে।
অনেকটা পথ হেঁটে সূর্যের পরিস্কার আলো
একদিন পৃথিবীকে ছুঁয়ে যাবে, আমাদের স্পর্ধা দেবে,
অথচ আমারই ক্লাসে নোটস নিতে নিতে
কৌতূহলী কিশোরীটি প্রশ্ন করে
যদি বাক্যের গূঢ় অর্থ প্রতিদিন পালটে যায় ব্যক্তিভেদে
তবে এই পড়া পড়া খেলা খেলে কি হবে আমার
0 comments: