1
undefined undefined undefined

কবিতাঃ ঋজুরেখ চক্রবর্তী

Posted in


কবিতা

মাতৃভাষা
ঋজুরেখ চক্রবর্তী




ঘন নীল ধোঁয়া হয়ে পাকিয়ে পাকিয়ে অন্ধকার ঢুকে পড়ে ঘরে।
গভীর গভীরতর যন্ত্রণায় চরিত্রের অরূপ শিকড়ে
টান লাগে, অহঙ্কারে ব্যক্তিগত হাহাকার যায় মিশে যায়
নির্বেদ লাবণ্য থেকে সৃজনের গূঢ় কামনায়।
সে তবু তেমনই থাকে
অচঞ্চল আমার নিদ্রার বাঁকে বাঁকে।

আমি বড় অকারণে সুদীর্ঘ ঘুমোই।
কোথায় মাঝারি আলো বাস্তবতা, আবির্ভাব কই?
ঠিক যেন প্রখর আলোতে সব ছদ্মবেশ স্পষ্ট গেছে চেনা,
যেন আর কোনওদিন তেমন সম্পূর্ণ একা কাছে ডাকবে না
ছেলেবেলা─
ছাদের নির্জনে সেই রুদ্ধশ্বাস যুদ্ধ যুদ্ধ খেলা!

এসো পরিত্রাণ, এসো, খুলে দাও জটিল অর্গল,
খুলে দাও এই যে গোলোকধাঁধা, আত্মপ্রতারণা, এই ছল।
এসো গানে, যৌথতায়, এসো ভালোবাসা।
এসো প্রাণে, চেতনায়, আকরিক ব্যবহারে, এসো মাতৃভাষা।


1 comment: