0
undefined undefined undefined

কবিতাঃ দর্শনা বসু

Posted in


কবিতা


মাতৃভাষা তোমায়
দর্শনা বসু


কে তুমি অামায় নিয়ত জাগাও 
তীব্র কস্তুরী ঘ্রাণে 
রং রূপ রসের নির্যাস 
সবটুকু পাওয়া হলে 
ঋণ লিখে রাখে 
পাহাড় নদী বন 
তোমারি অমৃতগানে।

কে তুমি অামায় করেছ উন্মোচন 
সবুজ ধানের আকণ্ঠ উত্থানে 
রক্ত লালে জীবনের উচ্ছ্বাস 
অবরুদ্ধ হলে 
ধর্মে না হোক অধর্মেতেও আজো 
জীবন খোঁজে তোমারই সম্মোহন।

0 comments: