0

কবিতা - সমরেন্দ্র বিশ্বাস

Posted in

কোকিলের কঙ্কাল কি ক্ষয়িত ঋতুর বাদামী সিন্দুকে?
বসন্তকাল আজ থমকে আছে
কোলকাতার একটা হেলে পড়া বিপদজনক বাড়ির পাঁচিলে!
সভ্যতার সেমিনারহল, ইটপাথর - ঐ দেখো ভয়ে ভয়ে কাঁপছে
দুমড়ে পিষে যাবার কুক্ষণে ঋতুহীন বসন্তের নির্মম আর্তনাদে!
গত সন্ধ্যায় কিছু মানুষ এ পাড়ার পূর্ণিমার চাঁদটাকে
পোড়াচ্ছিল এসপ্লানেডে, যাদুঘরের সামনে ফেস্টুন জ্বালিয়ে।
আজ দোল। মধুমন্তী, এই সকালে তুমিও কি রঙ খেলছো?
তোমার কাপড়ে, তোমার কপোলে যে রঙ
সেখানে অনেক আগুন, অনেক অনেক লজ্জা -
প্লীজ, আমাকে আজ রঙ দিতে এসো না! আমিও দেবো না।
যে কোনো রঙের প্রত্যেকটা বিন্দুতে আজ বিমর্ষ কান্না,
শুনতে কি পাচ্ছো না, লাল আবীরের জীবন্ত কণাগুলো এখনও
তিলোত্তমাদের মর্মান্তিকতায় আর্তনাদ করে কাঁদছে!

0 comments: