0

কবিতা - অভিরূপ মুখোপাধ্যায়

Posted in






তোমার নয়ন শয়নে মোর
জীবন হলো গো সার।
মরমে নুতন প্রেমের আবেশ
প্রবীণ প্রবেশ 'পার।

যেমন করে ভোরের ঘোর
আলোক ডোর বারে।
সারে সারে গুঞ্জরিনী
গুঞ্জরিয়াই মরে।

তেমন করে মনোহর
হরিণী পলক হরে।
তেমন করে নিরস জীবন
উথলী উথলী পড়ে।

নীরদ গগনে তরঙ্গ তিমির
সঘনে কাঁপানু দ্বার।
তেমন করে নাবিকের কাছে
মানিবে নলিনী হার।

0 comments: