0
undefined undefined undefined

কবিতা - পার্থ সরকার

Posted in


বান্ধবহীন সাইক্লোন—
আকর্ষকহীন টানা সুতো
উড়ে গেলেই ছেঁড়া গোমস্তায় বাসনের শব্দ
আরক্ষাবাহিনীতে গোলমাল
আর সন্ধ্যা নেই দেবারতিতে
তথাপি কোন সদুত্তর নেই কেন প্রশ্নের ভাড়াবাড়িতে?

মেঘ করেছে পাদপের কাছে
শীর্ষক গান শুনে রাখে অদম্য সহনশীলতা
বিকর্ষক সন্তাপে
হাতে হাত রাখে মুক্তমনার বড় হাট।

0 comments: