undefined
undefined
undefined
কবিতা - মানসী বন্দ্যোপাধ্যায়
Posted in কবিতাবদলে গেছে কয়েকদিনেই গেরস্থালির চেনা ছন্দ, জীবন ঘ্রাণ, ভোরের বিভাস ললিত।
জীবন সরে গেছে জীবন থেকে, অনেকটা দূর, দূরে দাঁড়িয়ে খোঁজে ব্রক্ষ্মসঙ্গীত ।
আমূল বদলে গেছে জীবনের সরল সমীকরণ, তালাবন্ধ গলি-ঘুঁজি আনাচ-কানাচ।
নতুন স্বরলিপি হচ্ছে লেখা ছেঁড়া ডায়রির পাতায়, জীবনের ভিতরে অনন্ত জীবনের গান।
আতঙ্কের শ্বাসকষ্টে দমবন্ধ হয়ে আসে নিয়ত স্থবির জনজীবন, কষ্ট অস্পষ্ট নবাগত দিন।
শ্রাবণ মেঘ, আকাশ জুড়ে মেঘের কবাডি খেলা নিরন্তর, ঘরে-বাইরে বৃষ্টি পড়ে অবিরাম।
লাশকাটা ঘরে শুয়ে ঘুমায় বেহিসাবি নিঃসঙ্গ জীবন, শানিত ছুরিতে চলে পোস্টমর্টেম
বেল, জুঁই, রঙীণ ফুটছে প্রতিদিন, যেমন ফুটত বিগত বর্ষায়, শতেক বছর আষাঢ়-শ্রাবণ।
কী আশ্চর্য! কদমের ডালে বাবুইয়ের বাসা নিরাপদে ঝুলছে ঐ নিস্তব্ধ পাড়ায়।
হে জীবন তুমি কত ছলনাময়!
বাতাসের সোঁদাগন্ধ, পর্বতের তুষার শৃঙ্গ, তাজমহলের শুভ্র ফলক অবিকল ছবির মতো!
তবু এসেছে এক ভীষণ দুর্দান্ত সময়, ‘তফাৎ যাও’ নিষেধের বেড়ায় জীবনকে আগলে রাখা।
খুব ক্লান্ত এ জীবন পায়ে পায়ে কুয়াশা জড়ায় প্রতারিত, হে জীবন কি ভয় দেখাও?
কে যেন ছিনিয়ে নিয়েছে শিশুর শৈশব ঠোঁটের অমলিন হাসির সৌরভ, নষ্ট শৈশব।
খাঁচার পাখিরা ডানা ঝাপটায়, আলোর বার্তা ঘোরে নেটে চ্যাটে, খবরে ‘লড়াই জীবন’।
জীবন সমরে যাবে হেরে? মৃত্যু ভয়ে শিউড়ে ওঠো! জীবন কি এত সস্তা হে জীবন!
পড়ে পাওয়া চোদ্দো আনা হে কষ্ট জীবন!
0 comments: