0

সম্পাদকীয়

Posted in




কোজাগরী... কে জাগে? আসলে জাগে সকলেই। নিজের মনের কাছে সকলেই জাগ্রত, অতন্দ্র। সকলেই মনে মনে জানে সন্ত্রাস, বিদ্বেষ, ভিন্নতা, সবই নিরর্থক, অবিমৃষ্যকারিতা। তবুও ইন্দ্রিয়ের কাছে, রিপুর কাছেই আমাদের পরাজয়। দীর্ণবিদীর্ণ হই মনে মনে, তবুও সংযম অভ্যাস হয় না। 

উৎসবের আলো নিবে আসে একদিন। যে আলোর বিস্তারে অন্তর আলোকিত হওয়ার কথা ছিলো, সে আলোর বিপ্রতীপ গতিতে ভেলা ভেসে যায় দূরান্তের যুদ্ধক্ষেত্রে। অচেনা এই পৃথিবীর গভীরতম অসুখ সেরে যাবে কবে! সীমান্তের প্রান্তে অতন্দ্র বসে সেই সাধনায় নিমগ্ন হয়ে খানিক অবসর যাচনা করি, যে সাধনা আমাদের শুদ্ধ করে, নির্মল করে, যে সাধনায় অন্তরের জ্ঞান ও তার অর্জনের বিস্তার এক অপ্রতিরোধ্য গতি লাভ করে। 



প্রকাশিত হলো ঋতবাক অষ্টম বর্ষ, তৃতীয় সংখ্যা। নিয়মিত বিভাগগুলির সঙ্গে শুরু হলো নতুন বিভাগ 'নোলা পরিক্রমা - দুই পেটুকের স্বাদ সন্ধান' - বেসিক্যালি ফুড রিভিউ, লেখায় ময়ূখ, ছবি তোলায় ইরাবান - মতামত দুজনেরই। আশা করি, উপভোগ্যই হয়ে উঠবে ধীরে ধীরে। 
 
শুভ বুদ্ধির জয় হোক

শুভেচ্ছা নিরন্তর 

0 comments: