0
undefined undefined undefined

কবিতা - কুমকুম বৈদ্য

Posted in












বৃষ্টি এল যেসব পাড়ার মোড়ে, ঝড়ের গাড়ি মুখ ঘোরালো যেন
স্বপ্ন এখন যেসব ঘুমে গাঢ়, পদ্ম পাতায় জল ছুঁয়ে যায় আরো
মানুষ বড় বয়স নিয়ে ভাবে, সবটা যাবে জীবন বীমার খাতে
অপেক্ষাতেই ভিজে প্রশ্নমালা, গন্ধ তাতে নেই যদিও কিছু
প্রেম যদি আজ আমার বাড়ি খোঁজে উল্টো দিকের মেট্রো থেকে নেমে-

দু'চার ফোঁটা আমার বাড়ির মেঘ, উড়িয়ে দেবে অনেক ধুলোর রেশ-
নিখুঁত প্রেমিক নিজের কক্ষ পথে, বসন্ত রং প্রফিট দিয়ে মাপে
আর যারা সব হদ্দ বোকা মেয়ে- ভুলবে তারা প্রথম প্রতিশ্রুতি
সন্ধ্যা বেলায় প্রাতঃভ্রমণ সেরে স্বপ্ন তাদের ঘুম কেড়ে নেয় যদি-

0 comments: