0

কবিতা - ইন্দ্রাণী সরকার

Posted in







জানি তুমি ফিরবে না আর
ঘুমহীন চোখে জেগে প্রেম
চাঁদও বুঝি তাই নিদ্রাহারা ॥

মনের মাঝে বেদনা জমেছে
স্বপ্নের হাতে তাই সঁপে দেয়
নদীর ছলছল শব্দে জাগে ॥

ভোরের আলোর আভাসে
তার দুয়ার হয় আলোকিত
তবু সে জাগতে চায় না আর ॥

এই ভয়াবহ একাকিত্ব থেকে
মুক্তির আশায় অশ্রুসিক্ত মুখ
বেদনার পদ্মসম ফুটে থাকে ॥

0 comments: