undefined
undefined
undefined
কবিতা - রুনা চট্টোপাধ্যায়
Posted in কবিতাঅতঃপর জয়জয়কার; সম্মান রক্ষার
অপূর্ব আয়োজন সখা হে,
অফুরান বস্ত্রাবৃত এ দেহে
আহা! সুরক্ষার বর্ম দিয়েছো তুমি
প্রণাম জানাই।
তোমরা ভারী নিশ্চিন্ত নারীর মন নাই!
চতুর্দিকে ধর্ষক আর এক আধখানা প্রেম
কাহাকে জীবন বলে!
যোনি আর জরায়ু সম্বলে
বেঁচে থাকা! অনন্ত শোক!
মনে মনে উচ্চারণ,
পৃথিবীর সব পুত্র অযোনিসম্ভুত হোক
ডাকবো না তোমাকে আর কৌরব সভায়
এই নারী বুঝে নিতে চায়,
কতটা উলঙ্গ হলে তৃপ্ত হবে সভা
খুলে নাও।
বস্ত্র, অলঙ্কার, অন্তর্বাস
পেলব ত্বক তবু থেকে যায় দেহে
ছিঁড়ে নাও। যতটা আগ্রহে
মৃগয়ালব্ধ পশুকে খন্ড করো
বুঝে নেওয়া প্রয়োজন আজ আমারও
ত্বক ছিঁড়ে নাও, ছিন্ন করো দেহ
কৃষ্ণসখায় নিষেধ রেখেছি, আর কেহ
আসিবে না।
কতটা ছিন্ন হলে, নগ্ন হলে কতখানি
তৃপ্ত হবে শিকার সন্ধানী
তৃপ্ত হবে চোখ
সখা হে, আমাকে করুণা করা বন্ধ হোক।
0 comments: