undefined
undefined
undefined
কবিতা - অমিতাভ মুখোপাধ্যায়
Posted in কবিতাচোখের পাতার
সামান্য নাড়াচাড়ায়
রাধিকার চাহনিতে
যূথিকানগরের ইতিহাস
ভেসে উঠে ওরই চোখে
ওর ওই বিস্তৃত চাহনিকে
গ্রহণের অন্ধকার
আড়াল করে দেয়
বৃষ্টি আসে গ্রহণের শেষে
যৎসামান্য আলোকে
উত্তেজিত করে
বৃষ্টি
অস্পষ্ট আলোয়
ওই ইতিহাসের বাকি আশাকে
গ্রহণের অন্ধকার এড়িয়ে
রাধিকা
এক চোখে
আরেক চোখে
নিজের করে রাখে
হিসেব মতো
খিদের সময় দুই
হাত রাখে টেবিলে
তিনটে কলাপাতা
তিনজনের জন্য
এক এক করে সাজিয়ে দেয়
খোলা বাতাসে
দেখতে পায়
রাধিকা
সবুজ কলাপাতার
প্রতিটি ঘটনার সাথে
ও নিজেই জড়িয়ে আছে
বাতাস পরিষ্কার হয়
ওরই নিশ্বাসে
ধুলো ও মৃত্যু
রাধিকার
চাহনিতে থেকে সরে যায়
থাকে শুধু
রাধিকার দুই চোখে
যূথিকানগরের বাকি ইতিহাস...
0 comments: