কবিতা - সায়ন ভট্টাচার্য
Posted in কবিতা১.
কখনও গাছের সঙ্গে, পাখির সঙ্গে, পাহাড়ের সঙ্গে, নদী কিংবা সমুদ্রের সঙ্গে একাত্ম ভাষায় কথা বলতে পেরেছি কি আমরা? যখন দেখি পাশে যাদের থাকার কথা ছিল - তারাও নেই, মনে হয় জীবনের কথা পড়ছি আসন পেতে বসে - পরাবাস্তবিক আমার আদরের রাত আছে, আছে আরও আছে মাটি জল, আমি মনের কথা নৌককে বলতাম
তোমাকে আদর ... মনের কথা... চোখের জল
ঝড়ে আকাশ অবিরল
আস্তে আস্তে ঘরের বাঁশ কেটে আলো আসবে, আস্তে আস্তে মেতে উঠবে ঠোঁটের পর ঠোঁট
চাষিমানবের উষ্ণহালে
তোমার ক্ষেতের পরশ লাগবে ঘোর!
২.
পাপড়ির কোনও দেশ নেই,
কাগজের মৃত্যুর মতো রাত
হাতের রেখার উপর অপ্রশ্ন,
কাঁচের বৃষ্টির মতো
খুলে গেল বৃষ্টিপুঁথির প্রেম
কোনও উরুতে আকাশ ভাঙে
কোনও জানুর উপর নামে হঠাৎ আঘাত
এখনও যদি উপচে ওঠে মেঘ
হয়তো তুমি ওপাশ ফেরো
কাঙালের বিদ্রোহী বিস্ময় !
0 comments: