undefined
undefined
undefined
কবিতা - বেবী সাউ
Posted in কবিতাছন্দ শুধু রুদ্ধ করে তবুও জানি অন্তরালে
বাধ্য আমি তোমার কাছে অন্ধ সারাদিন
যেখানে মন শান্ত হবে মন্দ্রস্বরে ডাকব তাকে
পাহাড়ঘেরা জম্বুদ্বীপে সঙ্গী তার ঋণ
অর্ধস্বরে কাব্য লেখা পাণ্ডুলিপি ধ্বংস করে
আকাশ খসে পড়ছে শুধু মৃত্যুনদী পার
বিশ্ব দেখা আলোকনেশা পুড়ছে শুধু তুমুল স্বরে
এখন তবে বসুন্ধরা ভস্ম উপহার
এভাবে কার সবুজ বলো এমন শীতে কবর শুধু
কেউ কি ডাকে অন্ধকারে, কেউ কি ভগবান
রুদ্র তার বীণায় তোলে দুঃখতারে ধুলোয় মেশা
কার কাছে সে ঘুমিয়ে আছে, কী তার পরিধান?
ছন্দ শুধু যুদ্ধ করে তবু কি তার রুদ্ধ হাত
বাজে কোথাও উল্কাপাত জীবনে যার রাত
0 comments: