0
undefined undefined undefined

কবিতা - অজয় চক্রবর্ত্তী

Posted in






কিছু কথা নির্দ্বিধায় ঢুকে যায় বুকে,
কিছু কথা ভেসে থাকে টলটল চোখের তারায়,
কিছু কথা অবশেষে কথা-ই থাকে না
হয়ে যায় গুঁড়ো গুঁড়ো শব্দের কাঁপন,
যা কিছু একান্ত আপন তাহাদের ফাঁকে ফাঁকে
নানা বাঁকে চুপিসারে মিলে মিশে যায় ।

কিছু কথা ঝনঝন, যখন তখন ভেঙ্গে পড়ে
নিজস্ব খেয়ালে, কিছু কথা ফিসফিস্
ভিজেভিজে শ্যাওলা পড়া মনের দেওয়ালে,
কিছু কথা উচ্চকিত ঘোষণার মতো
হৃদয়ের ত্রস্ত উঠানে, কিছু কথা পথ-ভোলা
আনমনে পৌঁছে যায় কানাগলি গভীর বিজনে।

কিছু কথা ঘোমটা ঢাকা,
কিশোরীর লজ্জা-চোখে চকিতের ফুটে ওঠা
ভীরু ভীরু আধফোটা কুঁড়ির মতন,
কিছু কথা নিতান্ত সুড়সুড়ি, ইশারায় আদুরে উসকানি,
কিছু কথা হরিরলুঠ, উঁচু থেকে ছুড়ে দেওয়া একআনি দুআনি,
কিছু কথা রাশ ভারী, হিসেবের কথা,
গুনেগেটে তুলে রাখে ঘাটের পাড়ানী ।

0 comments: