0
undefined undefined undefined

কবিতা - কাজল আচার্য

Posted in






যেভাবে ঠোঁট গিয়েছিল
ঠোঁট স্পর্শ করে।
দূরের মন্ত্র উচ্চারণে শরীর একগুঁয়ে
চোখের গভিরে কোথাও ছিল ঘৃণা
যা হোক প্রতিবেশী তো
দুঃখে সান্ত্বনা দেব না।
নির্ভরতা হাতের ভাষায়
আকুলতা বুকের কোথাও
মুখের কথা অগ্রাহ্য করে
ফিরতে পারি তোমার ঘরেও
কোন দীপ কোন ভিত
জীবনে জরুরি।
উঠা নামা দাঁড়িপাল্লার সামনে
স্বাচ্ছন্দ ঘেরা নিজস্ব চৌহদ্দি
ভালবাসা ভালবাসায় অবতরণ।

0 comments: