0

কবিতা - কুমকুম বৈদ্য

Posted in

 

জ্যোৎস্না ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না আজকাল
দেখতে ইচ্ছে করে না সকাল বিকেল বিলাসবহুল ভ্রমণের আপডেট
তারিয়ে তারিয়ে আচার খেতে খেতে টিভিটা অন করতেই
টাটকা লাশের খবর
পরিবেশনের কি চমৎকার ভঙ্গী
হার মানাবে মাথা খাটিয়ে তৈরি করা কালজয়ী হরর মুভি
আমার চিলেকোঠার দিন শেষ হয়ে গেছে
কবিতার খাতায় আর দুটো মাত্র পৃষ্ঠা বাকি
ভাবছি ছিঁড়ে কুটিকুটি করে ফেলে দেব ছাদের উপর থেকে
শুধুমাত্র সাদা দুই পৃষ্ঠাতে লিখে রেখে যাবো
আমরা সব ছিলাম অন্ধ বিপন্ন আর হিংস্র, তাই হয়ে উঠেছিলাম নরখাদক
আগামীদিনের পবিত্র মানুষ মুছে দিয়ো আমাদের উদাহরণ

0 comments: