0
undefined undefined undefined

কবিতা - বিমল মণ্ডল

Posted in

 

সস্নেহে ক্ষুদ্র বসন্তের বেলায়
মাথার পরে সূর্য ভীড় করে
তোমার হাসির খোরাক
ক্রমশ আমার হৃদয়ে...

সারাদিন সাদা চোখে কৃত্রিমতা
কখনো ছায়া হয়ে কথা বলে
পৃথিবীর সমস্ত প্রেমের প্রতীকী তুমি
জেগে থাকা সময় ঘড়ির চোখে

তোমার প্রসারিত হাতের ভেতর
আমার ভালোবাসা লেগে আছে।

0 comments: