0
undefined undefined undefined

কবিতা - জহির খান

Posted in

 

চোখের ভাষার কোন দাঁড়ি কমা থাকতে নেই
এই থাকতে এইসব যাপনের যাত্রা কৌশলে
অমিয় বাগানে ঢোকা কিংবা তার স্বভাবের
অদৃশ্য এক কবিতা পাঠ মুগ্ধ করে আমাকে

এই আমি কখনো বনশ্রী কাতর না হই- কবিতা
হই তার উত্তর আধুনিক এক প্রজন্মের ফোরাম

নদী দেখি দেখি আমার এক ভিন্নচোখ
চিত্রনাট্য করি সোশ্যাল মেনারিজম

লোন হয় শতকের ঘর পুড়ায় জলের ছবি বন্ধু
ভুলে যেতে হয় তাই ভুল করি দাড়ি কমা কোলন

0 comments: