Next
Previous
0

কবিতা - কুমকুম বৈদ্য

Posted in




















ঘুমের মধ্যে ঘুরপাক খাক স্বপ্নগুলো
সাউন্ড স্লীপের বারোটা বাজার সময়গুলো
জীবন এখন নীলচে বিষে আলাদা করে
কতটুকু আর জ্বলবে বলো অ্যাড অন নিলে
ডেসটিনি যা হবার হবে
বৃথাই তুমি চিন্তা করে বেকুব ভবে
রাগলে তুমিই মাত খাবে পাশার চালে
পথের দাবী পথিক ভাবে
খড়ের চালে বৃষ্টি নামে
ইচ্ছাকৃত ভুলের মাশুল গুণবে বলেই
করছো যে ভুল সে
এই পৃথিবীর মুখোশ জানে ---