সম্পাদকীয়
Posted in সম্পাদকীয়ঊনআশি বছর আগের কলকাতা শহর। অগাস্ট মাসের মাঝামাঝি। চারদিন ধরে সংঘটিত হয়েছিল এক হত্যালীলা। শহরের পথঘাট ভিজে গিয়েছিল রক্তে। নিহত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। কে বা কারা ছিলেন এই 'Great Calcutta Killing'- এর নেপথ্যে? মুসলিম লিগের পক্ষে মহম্মদ আলি জিন্না ডাক দিয়েছিলেন 'Direct Action Day' র - সেটা ছিল ১৬ আগস্ট ১৯৪৬ আর তারপর এখানে ১৬ থেকে ১৯ আগস্ট যা ঘটে গিয়েছিল, তাকে 'নরমেধ যজ্ঞ' বললে অত্যুক্তি হয় না খুব।
এই পর্যন্ত সব ঠিক আছে। অন্তত ইতিহাসে এর সাক্ষ্য রয়েছে। কিন্তু এই ধরনের যেকোনও ঘটনার সঙ্গে মিশে যায় কল্পনার নানা রং। এই অধ্যায়টিও তার ব্যতিক্রম নয়। সমস্যার উৎপত্তি সেখানেই। অনেক আজগুবি রটনা হয়তো চক্রান্ত করেই ঢুকিয়ে দেওয়া হয়েছিল প্রকৃত সত্যের শিরা উপশিরায়।
সম্প্রতি এইসব প্রসঙ্গ নতুন করে উসকে দেওয়া হল একটি চলচ্চিত্রের রিলিজ উপলক্ষ্যে। আর আশ্চর্যের বিষয় সেখানেও যুযুধান রাজনীতির দুই পক্ষ। অতএব সেদিনও যা হয়েছিল। আজ তাই প্রত্যক্ষ করছি আমরা। সেদিন বলি গিয়েছিল নিরীহ কিছু প্রাণ আর আজ হাড়িকাঠের তলায় আমাদের বিবেক। সেই ট্র্যাডিশন সমানে চলেছে।
সুস্থ থাকুন। দায়বদ্ধ থাকুন।
শুভেচ্ছা নিরন্তর।
0 comments: