2
undefined undefined undefined

কবিতা - ঝানকু সেনগুপ্ত

Posted in






এখন বিজ্ঞাপন বিরতি
সবকিছু ধোঁয়াটে হয়ে যাওয়ার সময়
আদার ব্যাপারীও 
শিথিল কুয়োতলায় অন্ধকার খুঁজতে 
খুঁজতে ধর্মকে আঁকড়ে ধরে

সভ্যতাকে বুঝে উঠবার আগেই 
কোনও এক বিজ্ঞপ্তিতে
নেমে আসে সেই অমোঘ কথন

ভগবানও চিরকাল বেচেঁ থাকে না '

বিজ্ঞাপন শেষ হলে পুনরায় কথামালা শুরু হবে!!

2 comments:

  1. আকাশ মুড়েছ মরকতে- পাছে আঁখি হয় রোদে ম্লান!
    তোমার পবন করিছে বীজন জুড়াতে দগ্ধ প্রাণ।
    ভগবান! ভগবান!

    ReplyDelete