10

কবিতা - শ্রুতি নাহা সেন

Posted in






আজ অনে-- ক দিন পরে ঠিক সেই রকম একটা দুপুর যেন!
যখন তুই আসতিস খড়্গপুর থেকে,
একটু পরেই ফেরার ট্রেন হুইসেল বাজিয়ে ডাক দিতো তোকে।
ভদ্রতা করে বলতাম, কেন আসিস এত কষ্ট করে...
তুই বলতিস, গঙ্গার জলকে রাঙিয়ে দিয়ে কী সুন্দর সূর্য ডোবে এখানে!
কলকাতায় তখন হলুদ ট্যক্সির যুগ!
আমরা দুজনে দুপুর রোদে গড়ের মাঠে ঘোড়ায় চড়ে কতদূর চলে যেতাম!
সাদা ঘোড়ার পিঠে চড়ে কাদম্বরী দেবীর গল্প বলতে বলতে... 
আরো কতো অপ্রাসঙ্গিক গল্পের ঝুলি খুলে বসতাম।
জীবনের সব কু্ঁড়িরা সেই দিনই ফুটে উঠেছিল!
ওই দূরে আকাশবাণী দেখতে পেলেই আবেগে আপ্লুত আমি!
মনে আছে, আমার তখন প্রথম ফোন Nokia 800,
আর তোর Motorola
প্রতিবার আমার জন্মদিনে তুই Caesarian English এ মেসেজ পাঠাতিস।

আজও আমাদের সেইরকম একটা রবিবার!
এক শহর থেকে অন্য শহরে যাওয়ার পথে সেই পুরোনো দিনের মতো কলকাতায় আসা,
boarding pass বুকের পকেটে রেখে,
হাতে মাত্র পৌনে তিন ঘন্টা!
পাহাড়ের শহর থেকে নীল ফুল তুলে এনে আমার হাতে দিয়েই
পরের গন্তব্য সমুদ্রের শহর।

পাহাড় - সমুদ্রের মাঝখানটুকু আমাদের বন্ধুত্বের সুরে ভরে উঠুক।




10 comments:

  1. ধন্যবাদ জানাই।

    ReplyDelete
  2. খুব সুন্দর একটা ছবি যেন ❤️

    ReplyDelete
    Replies
    1. আপনাদের সকলের শুভেচ্ছা - ভালোবাসা আমার পাথেয়।

      Delete
  3. ভারি সুন্দর লেখা!

    ReplyDelete
  4. Apurba, mone holo Ekta chhobi porchhi

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ জানাই।

      Delete
  5. খুব ভালো

    ReplyDelete