কবিতা - বিভাস মণ্ডল
Posted in কবিতাএখানে গাভী চরে সবুজ ঘাসে সাদা কালো পাটকিলে
অপরাহ্ন গড়ালে পড়ন্ত রোদ নেচে ওঠে শিংয়ের আগায় ।
আলপথে বালিকার চিকন গালে গুলাল ছড়ায় গোধূলি
মধুমাসের মিষ্টি বাতাস খেলে যায় বালিকার মুক্তবেণী পিঠে।
বেলা শেষে আমি দুরের রাখাল ডাক ছাড়ি আয় মাণিক
সবুজ ঘাস থেকে মুখ তুলে চায় কালো সাদা পাটকিলের দল
পশ্চিমে রাঙা আকাশ ফেলে সোনালী ধূলোয় গোঠে ফিরে আসে মাণিক
পুকুরের হাঁস নরম পাতায় মৃদু কলরব তুলে কুঁড়ো খেতে আসে গৃহে ।
সন্ধ্যা নামে ধূসর খড়ের চালে ,যশোদা প্রদীপ জ্বালে
ধানের গোলার পাশে । সান্ধ্যকালীন রাগে বেজে ওঠে
শঙ্খ
একটা দুটো কত নক্ষত্র ফোটে আকাশে জোনাকিরা
সংসার পাতে বৃক্ষ শাখে
হাটের ব্যপারী ঘরে ফেরে সুখটানে হুঁকায় আগুন সাজায় রমণী।
ঝিকিমিকি তারা প্রাঙ্গণে খোল মাদল জেগে ওঠে হরি ।
মৌচাকের মধুর মতো শর্বরীর গাঢ় অঙ্গসাজ শরীর মাতাল হয় গভীর থেকে শেষ ।
চাঁদ তারা জোনাকিরা ম্রিয়মান হয় সব ভোরের মণ্ডপ যেমন ।
নীল শাড়ি নীলিমার মায়াবী চোখের মতো আমি গ্ৰাম জাগতে দেখিনি বহুদিন ।
0 comments: