undefined
undefined
undefined
কবিতা - বাদল রায় স্বাধীন
Posted in কবিতাঅনলাইনে আজ সব পাওয়া যায়,বউও তাতে জুটে,
এই খবরে আক্কেল আলী, মোবাইল শপে ছুটে।
দোকানী কয় আক্কেল ভাই,খবরটা তো ঠিক,
কোন বউ তুমি কিনতে চাও,দেখে বলো পিক।
শাবনুর আর পূর্ণিমার ছবি দেখে নেড়ে,
পূর্ণিমাকে দেখে বলে, হার্ডবিট গেছে বেড়ে।
বললো, আমি এই মেয়েকে বউ করে চাই পেতে,
কথা শুনে দুষ্টরা সব ফন্দি আঁটে খেতে।
সবাই বলে তাকে পেতে লাগবে টাকা বেশী,
পাওয়ার আগে খাওয়াতে হয় পলাউ, মুরগী দেশি।
আক্কেল আলী খুশী হয়ে বললো, সত্যি, তাই?
সেটা হলে খাওয়াববো ভাই,আপত্তি তো নাই।
খেয়ে দেয়ে দস্যিরা কয়, খারাপ খবর ভাই,
পূর্ণিমা যে মারা গেছে, দুনিয়াতে নাই।
এখনি ভাই এলে তার আত্মহত্যার খবর
তোমার বিয়ের ইচ্ছে তাই তাে হলো রে ভাই কবর।
সিনেমার দৃশ্য দেখায়,পূর্ণিমা দেয় লাফ,
পাঁচতলা বিল্ডিং থেকে, মরে গেলো সাফ।
সে দৃশ্যতে আক্কেল আলীর আক্কেল গেল চলে
বউ নাই আমার কপালেতে, বিড় বিড় করে বলে।
আক্কেল সেইতখন থেকে গেছে চলে বনে
সব সময়ে কথা বলে সে ছবিটির সনে।
0 comments: