Next
Previous
0

কবিতা - অমিতাভ মুখার্জী

Posted in







শুরু বা শেষ নেই
রাস্তার উপরে
চাঁদের নীরব আলোর

চাঁদের নীরব
আলোতে সানায়ের সুরে
একা নয় চাঁদ

অচেনা ছেলে আর এক
অজানা মেয়ে
শুয়ে আছে কাগজের উপরে
পোশাকে

কাগজের উপরে ঘুমচ্ছে
উপরের দিকে মুখ রেখে

নতুন, পুরানো তারারা
পরিষ্কার আকাশে
অবিশ্বাস্য ভাবে
কত বছর ধরে টিকে আছে

টিমটিমে আলো নিয়ে
আর কত বছর ধেরে
টিকে থাকবে একই ভাবে?

তাদের উপর ছড়িয়ে থাকা
পোশাকটি রুক্ষ
তারা সেভাবেই ঘুমোয়

আলোর সহানুভূতি থাকে
নীরব চাঁদে
যার শুরু বা শেষ নেই।