Next
Previous
7

কবিতা - ঝানকু সেনগুপ্ত

Posted in






একটা 'হ্যাঁ' এর চোরা স্রোতে ডুবে যেতে যেতে,
ডুবে যেতে যেতে, হঠাৎই সেই মধ্যরাতে,
মেয়েরা চিৎকার করে 'না'  বলে উঠল!

ঝড় শুরু হল

একটা স্বাধীনতার জন্য
সমস্ত আকাশ জুড়ে শুরু হল পাখিদের উড়ান!

পুড়ে যাওয়ার আগে বৃষ্টি নামল
আমরা 'না' বলতে শিখলাম !!