5

কবিতা - ঝানকু সেনগুপ্ত

Posted in






একটা 'হ্যাঁ' এর চোরা স্রোতে ডুবে যেতে যেতে,
ডুবে যেতে যেতে, হঠাৎই সেই মধ্যরাতে,
মেয়েরা চিৎকার করে 'না'  বলে উঠল!

ঝড় শুরু হল

একটা স্বাধীনতার জন্য
সমস্ত আকাশ জুড়ে শুরু হল পাখিদের উড়ান!

পুড়ে যাওয়ার আগে বৃষ্টি নামল
আমরা 'না' বলতে শিখলাম !!

5 comments:

  1. খুব সুন্দর বলেছো।

    ReplyDelete
  2. "না" য়ের মান রাখতে হবে । সঠিক বিচার পেতে হবে। ✊

    ReplyDelete
  3. দারুণ! 'না' বলা দরকার সবকিছুতেই।

    ReplyDelete
  4. এই 'না' বলার অভ্যাসটা ছিল না সে ভাবে আমাদের। হ্যাঁ আমাদের। মন্তব্য ভেসে আসে, আসছে, আসবেই 'একটা না তে কি সব বদলে যাবে!' না কোনো কিছুই ১ এ পরিবর্তন হয় না। এই অসভ্যতা, নৃশংসতা এক দিনের মদতে হয় না যেমন আর এই আছড়ে পড়া ঢেউও হঠাৎ করে হয়নি।

    ReplyDelete
  5. অপূর্ব

    ReplyDelete