undefined
undefined
undefined
কবিতা - কুমকুম বৈদ্য
Posted in কবিতাশার্সির কাঁচে বৃষ্টি লিখেছে মেঘ
রোদের চাদরে আদরের মাখামাখি
আবছা শহর কুয়াশায় দিলো ডুব
আড়মোড়া ভাঙা সকালের আলসেমি
অঙ্ক খাতাতে এঁকে রাখি পাগলামি
পুরোনো বাক্সে রেখে দেওয়া বর্ষাতি
ট্রাম লাইনের গর্তে জমানো জল
পুরসভার বিকল জলের কলে
লাইন দিয়েছে দমকা হওয়ার দল
বাদবাকি যা যা লিখেছি চিঠির খামে
পিয়নের পিঠে আমার বাড়ির মেঘ
বাইলেন বেয়ে কোথায় যে পৌঁছবে
তোমার নামের বৃষ্টিরা শেষমেশ
আর যা থাকল বর্ষায় মিলেমিশে
উজ্ঝ্ঝো থাকুক সেসব ভালোবাসা
বর্ষা দিনের ধুয়ে যাওয়া সাদা পাতা
নৌকার পালে লাগুক আলগা হওয়া
আবছা শহর কুয়াশায় দিলো ডুব
আড়মোড়া ভাঙা সকালের আলসেমি
অঙ্ক খাতাতে এঁকে রাখি পাগলামি
পুরোনো বাক্সে রেখে দেওয়া বর্ষাতি
ট্রাম লাইনের গর্তে জমানো জল
পুরসভার বিকল জলের কলে
লাইন দিয়েছে দমকা হওয়ার দল
বাদবাকি যা যা লিখেছি চিঠির খামে
পিয়নের পিঠে আমার বাড়ির মেঘ
বাইলেন বেয়ে কোথায় যে পৌঁছবে
তোমার নামের বৃষ্টিরা শেষমেশ
আর যা থাকল বর্ষায় মিলেমিশে
উজ্ঝ্ঝো থাকুক সেসব ভালোবাসা
বর্ষা দিনের ধুয়ে যাওয়া সাদা পাতা
নৌকার পালে লাগুক আলগা হওয়া
0 comments: