Next
Previous
0

কবিতা - শঙ্কর বন্দ্যোপাধ্যায়

Posted in







গোপন কোন ভুলের মত তোমায় আমি লুকিয়ে রাখি মনের ঘরে
দেখেছ তো কেমন করে অঝোর ধারায় মন আকাশে বৃষ্টি ঝরে !
তোমায় আমি আগলে রাখি সঞ্চিত ধন লুকিয়ে রাখা যখের মত
দেখেছ তো জনারণ্যে ইতস্তত ঘুরে বেড়ায় মানুষ যত শ্বাপদ তত ।
তোমায় আমি ভালবাসি, কতটা তা কেমন করে বোঝাই বল
একদিন নয় ভেসে যাবো ঢেউয়ের মাথায় উথাল-পাথাল, সঙ্গে চল ।
তোমায় আমি চাই কতটা ? নাই বা বলি, সব কিছু কি বলতে আছে
তুমি কি ছাই এতই বোকা, জানো না কি সব হারালেও স্বপ্ন বাঁচে !