Next
Previous
1

কবিতা - কুমকুম বৈদ্য

Posted in





বামুন পিসির কাঁসার বাসন ছিল এক ট্রাঙ্ক

বিধবার সাদা থান অথবা সরু পাড়ের ধুতি
পাশের বাড়ির বড় বৌ দেয় মায়া করে
পিসির হাতের ছোট ছোট পুলুই
ডাক দেয় চার পাঁচ ঘর পৌষের দিন
আর সব ঝড় বাদলের দিনে
চাল থেকে টুপটুপ জল
বাড়ন্ত ভাতের হাঁড়ির টগবগ জলে
দুমুঠো চালের যোগান
তাও সেই পাশের বাড়ির বড় বৌ মায়া করে

বদলে চালান হয় কাঁসার থালা বাটি অতি গোপনে
যেটি সে কিনেছিল পুরী গিয়ে
নতুন বৌ তখন, বরের সোহাগ
কতদিন একথালে ভাত মেখে দুইজনে
ধুয়ে যায় বৃষ্টির জলে সেইসব স্মৃতি
মালিক বদলে গেলে
স্মৃতিরাও বদলে যাবে কয়েক বছরে
শুধু তারা সঙ্গ দেবে বামুন পিসিকে চিতার আগুনে