Next
Previous
5

কবিতা - ঝানকু সেনগুপ্ত

Posted in





প্রতিমুহূর্তে আমি এখন
একটা অন্যরকম রাতের মধ্য দিয়ে যাতায়াত করি
আমার বাগানের চারা গাছগুলো সঙ্গে থাকে
একটু জলের জন্য আমি কমন্ডলু খুঁজে বেড়াই
আমার তখন আর ভয় করে না
জানি জল পেলে রোদের দেখা পাব
আর তারপর বহুদূর হেঁটে যেতে পারি।