5
undefined undefined undefined

কবিতা - ঝানকু সেনগুপ্ত

Posted in





প্রতিমুহূর্তে আমি এখন
একটা অন্যরকম রাতের মধ্য দিয়ে যাতায়াত করি
আমার বাগানের চারা গাছগুলো সঙ্গে থাকে
একটু জলের জন্য আমি কমন্ডলু খুঁজে বেড়াই
আমার তখন আর ভয় করে না
জানি জল পেলে রোদের দেখা পাব
আর তারপর বহুদূর হেঁটে যেতে পারি।

5 comments:

  1. রোদের দেখা পেতেই হবে

    ReplyDelete
  2. কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর কবিতায় বলেছিলেন অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, হতে পারেনি!

    ReplyDelete
  3. খুব ভালো হয়েছে লেখাটি!

    ReplyDelete
  4. অপূর্ব ! খুব ভালো লাগলো ।

    ReplyDelete
  5. ভালো লাগলো। সবুজের জন্য, জলের জন্য, জীবনের জন্য আমাদের এই আজীবনের প্রার্থনা!

    ReplyDelete