0
undefined undefined undefined

কবিতা - সর্বাণী রিঙ্কু গোস্বামী

Posted in





গতবছর অষ্টমীতে লক্ষ লোকের ভীড়ে
লাজুক মুখের একটা ছেলে তোমার মনে পড়ে?

নতুন জুতোর ফোস্কা পড়ে কাহিল তখন তুমি
বন্ধুরা সব এগিয়ে যাচ্ছে সামনেই শ্রীভূমি

প্রাইজ পাওয়া প্রতিমা তার সোনার অলঙ্কারে
চোখ ধাঁধিয়ে যাচ্ছে সবার চলছে লাইন করে

তুমি তখন একলা তোমার ছলছলে দু চোখ
কৌতূহলে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে লোক

হাওয়াই কিনে ফিরছি বাড়ি থমকে গেলাম দেখে
এক মুহূর্ত নিয়েছি ঠিক সামনে দিলাম রেখে

মোড়ক খুলে সস্তা হাওয়াই ফুটের থেকে কেনা
তখন তোমার মুক্তিদাতা না থাক চেনাশোনা

অবাকচোখে তাকিয়ে ছিলে সে চোখ আজও বুকে
আমার মতো লাজুক ছেলে আর ওখানে থাকে

এই বছরে ভ্যাটিকানের আলো দেখতে গিয়ে
হঠাৎ করেই সেই দুটো চোখ পড়লো মনে, মেয়ে

কেমন আছ মেয়ে তোমার কে জানে কি নাম
তোমার জন্য এই চিঠি আজ হাওয়ায় ভাসালাম !

0 comments: