কবিতা - সুজিত নারায়ণ চট্টোপাধ্যায়
Posted in কবিতাসেইদিন পৃথিবী ছিল সবুজ।
সেইদিন সুখের রঙ ছিল নীলাভ।
সূর্য্য ছিল রক্তিম আভায়।
রোদ ছিল পৃথিবীর আনাচে-কানাচে।
মানুষের খাদ্য ছিল পৃথিবীর
আদাড়ে-বাদাড়ে।
আজও পৃথিবীতে আছে রোদ, হাওয়া,জল,
বাদাড়ের ঝাড়ে গাছ আছে,
ডাল আছে গাছের বিস্তারে।
তবে ফল নয়, নয় কোন ফুল,
গাছের পাতার ফাঁকে ঝোলে পোড়া দেহ,
আদাড়ে মানুষ আর
খোঁজে নাকো বাঁচার রসদ।
কাটা হয়ে গেছে আদাড়ের ঝাড়।
শূন্য সে’ স্থানে গড়ে ওঠা সাজানো
সভ্যতার মুখোশ পড়ে আধুনিক মানুষ
সেখানে জ্বালায় দ্বেষের আগুন।



0 comments: