0

কবিতা - তীর্থঙ্কর সুমিত

Posted in








কিছু বলার থেকে
চুপ থাকাটাই শ্রেয়
মতামতের পেন্ডুলামে সময় আটকে আছে
ইতিহাসের চোরাস্রোতে
তাই এখনও জোয়ার কিম্বা ---
মনে পরে যায় ফেলে আসা অতীত
মুখে - চোখে
বিবর্ণতায় ঢেকে যায় শহর
তোমার কথায় জেগে থাকা রাত
অন্ধকারে মাখামাখি বারুদ এখন !

তারা খসার আলোয় নিজেকে দেখি।

0 comments: